Breaking News

বন্ধুত্ব স্থাপনের উৎসব “সহেলা”

 

দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাল ব্লকের আকুই দু’নম্বর অঞ্চলে নাড়া গ্রামে সহেলা অর্থাৎ মনসা পূজা মেতে উঠেছে গোটা গ্রামবাসী। এই সহেলা অনুষ্ঠানটি মূলত হিন্দু ধর্মের অনুষ্ঠান কিন্তু এই নাড়াতে হিন্দু মুসলিমের সমন্বয়ে  সহেলা বা মনসা পূজা আয়োজন করা হয়। যা এককথায় সহেলাকে কেন্দ্র করে সম্প্রীতির মিলন উৎসব।

সহেলা কথা অর্থ হল বন্ধুত্ব স্থাপন। এখানে একে অপরকে মিষ্টিমুখ করিয়ে সোলার মালা পরিয়ে বন্ধুত্ব স্থাপন করে। দীর্ঘদিন ধরে চলে এই বন্ধুত্ব স্থাপনের উৎসব। সয়েলা উৎসব উপলক্ষে এখানে বসে মেলাও।

 এই নাড়া গ্রামটি বর্ধমান বাঁকুড়া সীমান্তবর্তী গ্রাম বলে সীমান্ত দুই প্রান্তের মানুষ এসে এই উৎসবে মেতে ওঠে। এই সহেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের চেহারা আকার ধারণ করেছে। আগামী কয়েক দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রপালা আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানান।

About Burdwan Today

Check Also

১০ টাকায় ১৭ রকম পাঁপড়! দুর্গাপুরে শুরু ৪ দিনের পাঁপড় মেলা

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ কৃষ্ণনগর, হাসনাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা হয়েছে ১৭ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *