কলকাতা, ১৮ অগাস্ট, ২০২২ শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর (এসএমপি) কলকাতার চেয়ারম্যান শ্রী বিনীত কুমার আজ জানিয়েছেন, বন্দর ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে রৌপ্য জয়ন্তী পালন করা হচ্ছে বন্দরে। বন্দর ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব মডেলে প্রায় ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। জাহাজ চলাচল ও বন্দর ক্ষেত্রে উন্নয়নের জন্য আগামী ৭-৮ বছরে আরও ২৮ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। ফিকির সঙ্গে একযোগে শহরে ১৭-১৮ অগাস্ট দু’দিনের সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কনক্লেভের আয়োজন করা হয়। কনক্লেভে শ্রী বিনীত কুমার বলেন, মাল্টিমডেল পরিবহণের ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হচ্ছে। বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শ্রী কুমার বলেন, কলকাতায় ইতিমধ্যেই খিদিরপুর ডকের জন্য ছাড় ঘোষণা করা হয়েছে। এখন থেকে খিদিরপুর ডক-এও কন্টেনার আনা যাবে। হলদিয়া ডক কমপ্লেক্সে ২ নম্বর বার্থে ৩০০ কোটি টাকা ছাড় দেওয়া হবে।
শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কলকাতার চেয়ারম্যান জানান, ২০২৪ সালের মধ্যে নেতাজী সুভাষ ডক – এর কাজ সম্পন্ন হবে। বলাগড়ে গেট সুবিধা বাড়ানোর প্রস্তাব রয়েছে বলেও তিনি জানান। এছাড়াও, শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে জেটি উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে।
বর্তমানে ৭৫০ কোটি টাকা বিনিয়োগে ৩টি প্রকল্পের কাজ চলছে। কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে হুগলী নদীর নীচে সুড়ঙ্গ নির্মাণের কাজ চলছে বলেও তিনি জানান। এটি চালু হলে কোণা এক্সপ্রেসওয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা যাবে। রেল টার্মিনাল সহ মাল্টিমডেল পরিবহণের উপর জোর দিতে হবে বলেও শ্রী কুমার উল্লেখ করেন।
আজ ব্রহ্মপুত্র ক্র্যাকার্স অ্যান্ড পলিমার্স লিমিটেড হলদিয়া থেকে শ্যামাপ্রসাদ মুখার্জী কলকাতা বন্দর পর্যন্ত অপরিশোধিত তেল সংরক্ষণের ব্যবস্থা স্থাপন সংক্রান্ত রিপোর্ট পেশ করে।
কনক্লেভে পুরনো কাজ করার পদ্ধতিকে নতুন মডেলে কিভাবে অন্তর্ভুক্ত করা যায়, সে বিষয়ে আলোচনা হয়। এছাড়াও, উপকূল পরিবহণে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের সম্ভাবনা এবং সমুদ্র বিনিয়োগ ও বীমা ক্ষেত্রের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
শ্রী কুমার হাওড়ার নাজিরগঞ্জে হুগলী কোচিন শিপইয়ার্ড লিমিটেড চালুর প্রশংসা করেন। এর ফলে, প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষভাবে বেশ কিছু কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রের উন্নয়ন হবে।
অনুষ্ঠানে আন্তঃজল পরিবহণ কর্তৃপক্ষের চেয়ারম্যান শ্রী সঞ্জয় বন্দোপাধ্যায়, কোচিন শিপইয়ার্ড লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডায়রেক্টর শ্রী মধু এস নায়ার, প্রিন্সিপাল প্রোগ্রাম উপদেষ্টা শ্রী গোপাল কৃষ্ণ প্রমুখ উপস্থিত ছিলেন।
Social