Breaking News

বনপাড়া ও পশ্চিমপাড়ার মহরম

 

পাপু লোহার, কাঁকসাঃ ইসলাম সম্প্রদায়ের মানুষের  জন্য রমজানের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয়  অনুষ্ঠান হল মহরম। ইসলামি বর্ষপঞ্জিত প্রথম মাসই হলো মহরম। ইসলাম ধর্মের ২ সম্প্রদায়ের মানুষ ২ রকমভাবে মহরম পালন করেন। শিয়া সম্প্রদায়ের মানুষেরা মহরমের দিন কালো পোশাক পরে হুসেন ও তাঁর পরিবার এবং শহীদদের স্মরণ করেন। রাস্তায় তাঁরা তাজিয়া নিয়ে শোভাযাত্রা বের করেন এবং মহরমের নবম ও দশম দিন তাঁরা রোজা রাখেন। এই সময় বিশেষ নামাজ পরার রীতি রয়েছে।

অন্যদিকে, সুন্নি সম্প্রদায়ভুক্তরা  মহরম মাসের ১০ দিন নামাজ রাখেন। ইসলাম ধর্মাবলম্বীরা  মহরমের মাসে শোক পালন করেন ও নিজেদের সমস্ত সুখ ত্যাগ করেন। মহরমকে কোনো উৎসব হিসেবে না এটি অধর্মের উপর ধর্মের জয়ের প্রতীক হিসাবে মনে করা হয়।

আউশগ্রাম দু’নম্বর ব্লকের গেরাই-এর বনপাড়া মাজার এবং পশ্চিমপাড়া মাজারে রবিবার অনুষ্ঠিত হল মহরমের অনুষ্ঠান। কোনো রকম রক্ত না ঝাড়িয়ে, মরিচ গান, কোরান শরিফ পাঠ, রোজা ও নামাজের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। বিশেষ এই দিনের অনুষ্ঠানে প্রায় ২-৩ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উপস্থিত ছিলেন মহরম কমিটির সদস্য ইন্তাজ আলী, জেল্লা রহমান মল্লিক, আজিজুল রহমান সহ আস্তানা কমিটির সদস্যবৃন্দ ।

About Burdwan Today

Check Also

কোজাগরীতে মধ্যবিত্তের পকেটের লক্ষ্মীতে টান!

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ শারদীয়া দুর্গা উৎসবের পর আশ্বিন মাসের শেষে পূর্ণিমার তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *