দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ আয়কর দেয় না এমন ব্যাক্তিদের মাসে সাড়ে সাত হাজার টাকা ভাতা, অরণ্যের পাট্টা প্রদান ও রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি বন্ধের প্রতিবাদে ১২ দফা দাবি নিয়ে ২৮ ও ২৯ সারা ভারত বনধের ডাক দিয়েছে কেন্দ্রীয় একাধিক ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠন। সেই বনধকে সফল করতে বাঁকুড়া জেলার ইন্দাসে সিপিআইএম এবং বিভিন্ন গণ সংগঠনের নেতাকর্মীরা রাস্তায়।
সোমবার সকালের দিকে রাস্তায় বসে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন সংগঠনের কর্মীরা। এদিন অন্যান্য দিনের তুলনায় বাস চলাচল ছিল অনেকটাই কম, তবে পণ্যবাহী ট্রাক এবং ছোট গাড়ি চলাচল ছিল স্বাভাবিক, দোকানপাট সকালের দিকে কম খুললেও বেলা গড়াতেই আস্তে আস্তে দোকানপাট স্বাভাবিকভাবেই খুলতে শুরু করে এবং যানবাহন স্বাভাবিক।
Social