পাপু লোহার, কাঁকসাঃ রাজ্যজুড়ে পৌরসভার ভোট লুটের অভিযোগ তুলে সোমবার ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দেয় বিজেপি। সোমবার সকাল থেকে বনধের তেমন প্রভাব পড়েনি রাজ্যে। অন্যান্য দিনের মতোই একই ছবি ধরা পড়ে কাঁকসার পানাগড় বাজারে। একদিকে যেমন সরকারি বেসরকারি বাস চলছে তেমন খোলা রয়েছে সমস্ত হাট বাজার।
এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীরা রাস্তায় নামার পাশাপাশি সোমবার বেলা বাড়তেই পানাগড় বাজারে বনধের সমর্থনে পানাগড় বাজারে একটি মিছিল করে এসে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে রাস্তা অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। এদিন মিছিল ও পথ অবরোধে সামিল হন বর্ধমান সদরের বিজেপির জেলা সভাপতি রমন শর্মা। যদিও আগে থেকেই পানাগড়ের চৌমাথা মোড়ে মোতায়েন ছিল কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। পথ অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। কাঁকসা থানার পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এদিন জোর করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর জন্য প্রায় ১০জন বিজেপি কর্মী সমর্থককে আটক করে পুলিশ ।
কাঁকসা ব্লকের তৃণমূল নেতা পল্লব ব্যানার্জি বলেন, বিরোধীরা অনেক অভিযোগ করবে। তা বলে বনধ করে সমস্যার সমাধান হয় না। প্রয়োজন পড়লে তৃণমূল কর্মীরাও রাস্তায় নামবে বনধের বিরোধিতায়। কাঁকসায় বনধের কোনো প্রভাব নেই জনজীবন অন্যান্য দিনের মতোই সাধারণ।
পানাগড় বাজারের এক ব্যবসায়ী কানাইয়া আগারওয়াল বলেন, পানাগড় বাজারে বনধের কোনো প্রভাব নেই। বনধ করা মানেই সাধারন মানুষের ভোগান্তি ও ক্ষতি।