টুডে নিউজ সার্ভিস, জলপাইগুড়িঃ সকাল বেলায় গাছের মগডালে দুলছে চিতাবাঘ, চাঞ্চল্য এলাকা জুড়ে। শুক্রবার সকাল হতেই জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি বড় গাছে ওপরে স্থানীয়রা দেখতে পান ওই চিতাবাঘটিকে।
এর পরেই ভিড় জমে যায় এলাকায়, যদিও নিজেকে গাছ পাতা দিয়ে আড়াল করে রেখেছে জনগণের কৌতুহলী চোখ থেকে, ইতিমধ্যে বন দপ্তর এলাকায় পৌঁছে গাছের ডালে থাকা চিতা বাঘটিকে আটক করার প্রস্তুতি শুরু করেছে বলে বন দপ্তর সূত্রে খবর।