টুডে নিউজ সার্ভিসঃ ফের বাড়ল দুয়ারে সরকার শিবিরের সময়সীমা, যা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। শুক্রবার এক বৈঠকের পর নবান্নের তরফে এমনি ঘোষণা করা হয়েছে।
গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া দুয়ারে সরকার কর্মসূচি ৩০ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল। প্রথমে তা বাড়িয়ে ৫ ডিসেম্বর করা হয়েছিল। অভাবনীয় সাড়া পেয়ে দুয়ারে সরকার শিবিরের মেয়াদ আরও ২৬ দিন বাড়াল নবান্ন। অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত।