টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ফের দুর্ঘটনা! বৃহস্পতিবার সকালে শহর বর্ধমানের টাউন হলের সামনে একটি সরকারি বাসের সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ। অল্পের জন্য প্রাণে বাঁচেন বাইক আরোহী। স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি কার্জন গেট থেকে সোজা টাউন হল অভিমুখে আসছিল এবং ঠিক তার উল্টোদিকে বাইক আরোহী বীরহাটা থেকে টাউন হল অভিমুখে আসছিল। সেইসময় মুখোমুখি সংঘর্ষ ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় বর্ধমান থানার পুলিশ। তবে এই ঘটনায় বাইক আরোহী অল্প আহত হন। পুলিশের তৎপরতায় প্রাথমিক চিকিৎসার জন্যে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।