টুডে নিউজ সার্ভিস, হুগলিঃ ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে উত্তরপাড়ায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সন্দীপ কুমার মুখোপাধ্যায় (৩৭)। তিনি উত্তরপাড়ার শিবনারায়ণ স্ট্রিটের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট শুক্রবার থেকে জ্বরে ভুগছিলেন সন্দীপ। বাড়িতেই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উত্তরপাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উত্তরপাড়া মহামায়া হাসপাতালে স্থানান্তরিত করে আইসিসিইউতে রাখা হয়। রক্ত পরীক্ষা করে জানা যায় ডেঙ্গি হয়েছে। সেখানে তাঁর মৃত্যু হয়। ছেলের মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া।