টুডে নিউজ সার্ভিসঃ শুক্রবার পর্যন্ত ইডি হেফাজতেই থাকবেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জি। ইডির বিশেষ আদালত জানিয়ে দিল ৫ অগস্ট পর্যন্ত দু’জনেই ইডি হেফাজতে থাকবেন। এদিন ইডির পক্ষ থেকে জানানো হয় অর্পিতা মুখার্জি কিছুটা সহযোগিতা করলেও রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিশেষ সহযোগিতা করছেন না।
এরই পাশাপাশি ইডির পক্ষ থেকে আদালতে জানানো হয়, প্রতিদিনই কিছু না কিছু উদ্ধার হচ্ছে। তাই তাদের দুজনকেই হেফাজতে নেওয়া আবারও প্রয়োজন। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জামিনের আবেদন করেননি।