দেবনাথ মোদক, বাঁকুড়াঃ বাঁকুড়ার খাতড়া ভারত সেবাশ্রম সঙ্ঘের সহযোগিতায় রবিবার অনুষ্ঠিত হলো ফিজিক্যাল ফিটনেস প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার ব্যবস্থাপনায় ছিল অমিত মার্শাল আর্ট অ্যান্ড ফিটনেস অ্যাকাডেমি। এদিন প্রায় ৪০ জন মহিলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং বিভিন্ন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেমন সিট আপ, বরফীজ, প্ল্যাঙ্ক সহ বিভিন্ন বিভাগে পদক জয় লাভ করে অংশগ্রহণকারী প্রতিযোগিরা।
এদিন বিচারক হিসেবে উপস্থিত ছিলেন খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ের ফিজিক্যাল অ্যাডুকেশনের শিক্ষক মনোজিৎ মন্ডল, খাতড়া ভারত সেবাশ্রম সঙ্ঘের অধ্যক্ষ স্বামী জিতেনন্দ্রীয়ান্দজী মহারাজ।
এদিন ফিটনেস ট্রেনার অমিত কর মোদক জানান, এই প্রতিযোগিতাটি সম্পূর্ণ বিনামূল্যে আয়োজন করা হয়েছে, এখানে খাতড়া ছাড়াও হীড়বাঁধ এবং রানীবাধ ব্লকের মেয়েরা অংশগ্রহণ করে।