অমিত মুখার্জী, কেতুগ্রামঃ ফলহারিণী অমাবস্যা উপলক্ষে সতীপীঠ অট্টহাস মন্দিরে ভক্তদের ঢল নামলো রবিবার সন্ধ্যা থেকে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার কেতুগ্রাম বিধানসভা এলাকায় যে দুটি সতীপীঠ রয়েছে, তার মধ্যে অন্যতম এক সতীপীঠ হল অট্টহাস সতীপীঠ। কথিত আছে সতীর অধঃ ওষ্ঠ পতিত হয়েছিল এখানে। তাই অট্টহাস মন্দির সতীপীঠ হওয়ায় এখানার অট্টেশ্বরী মাকে পুজো দেওয়ার জন্য ভক্তদের আনাগোনা লেগেই থাকে বছরের প্রতিটি দিনই। তবে বছরের বিশেষ বিশেষ দিনগুলিতে সতীপীঠ অট্টহাস মন্দিরে অসংখ্য ভক্তদের ঢল নামে অনবরত। যেমন – ‘ফলহারিণী অমাবস্যা’, ‘কৌশিকী অমাবস্যা’, ‘মহালয়ার অমাবস্যা’ প্রভৃতি অমাবস্যার তিথিগুলিতে।
রবিবার দুপুর থেকে ‘ফলহারিণী অমাবস্যা‘ তিথি শুরু হওয়ায় এদিন সন্ধ্যা থেকে সতীপীঠ অট্টহাস মন্দিরে মায়ের বিশেষ পূজার্চনা, হোমযজ্ঞ, সন্ধ্যা আরতির মাধ্যমে অট্টেশ্বরী মায়ের আরাধনা চলে মধ্য রাত্রি পর্যন্ত। এদিন সতীপীঠ অট্টহাস মন্দিরে আগত অগণিত সকল ভক্তদের জন্য রাত্রিতে ভোগ প্রসাদ গ্রহণের সুব্যবস্থাও করা হয়েছিল মন্দির কমিটির পক্ষ থেকে।
Social