দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ইন্দাস থানার পক্ষ থেকে শনিবার ইন্দাস ব্লকে বড় গোবিন্দপুর বাজারে প্লাস্টিক ব্যবহার রুখতে বিশেষ অভিযান চালানো হয়।ইন্দাস থানার ভারপ্রাপ্ত ওসি সোমনাথ পাল সহ অন্যান্য পুলিশ অফিসার ও বিশাল পুলিশ বাহিনী নিয়ে এদিন বাজারের প্রতিটি দোকানে দোকানে গিয়ে তল্লাশি চালানো হয় এবং প্রত্যেক দোকানদারকে প্লাস্টিক ব্যবহার করতে নিষেধ করা হয়।
ইন্দাস থানার ওসি সোমনাথ পাল ব্যবসায়ীদের বলেন, ক্যারিব্যাগ ব্যবহার করবেন না। কারণ প্লাস্টিক নানাভাবে পরিবেশকে দূষণ করে।প্রত্যেক ব্যবসায়ীকে সাবধান করা হয়েছে। এরপরেও ব্যবহার করলে আগামী দিনে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইন্দাস থানার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।
Social