টুডে নিউজ সার্ভিসঃ লকডাউনে নেটমাধ্যমে পরিচয় মেক্সিকোর তরুণী লেসলি দেলগাডোর সঙ্গে হাওড়ার অরিজিৎ ভট্টাচার্যের। ধীরে ধীরে তা গড়ায় প্রেমের সম্পর্কে। আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকায় মেক্সিকোর লেসলি দেলগাডোর সঙ্গে সাক্ষাত্ সম্ভব হয়নি হাওড়ার বালির দুর্গাপুরের প্রেমিক অরিজিত্ ভট্টাচার্যের। আর তাই আন্তর্জাতির উড়ান চালু হতেই প্রেমের টানে প্রেমিকা ছুটে এলেন প্রেমিকের কাছে।
অরিজিত্ জানান, ‘পরিবারের সঙ্গে কথাবার্তা বলে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি আমরা। লেসলি সবাইকে আপন করে নিয়েছে।’ তাদের ১৯ জুন রেজিস্ট্রি বিয়ে হয়েছে এবং ৫ জুলাই সাত পাকে বাঁধা পড়বেন দু’জনে।