পাপু লোহার, কাঁকসাঃ মুখ্যমন্ত্রীর নির্দেশে পাড়ায় বিদ্যালয় সেই মতো কাঁকসার হাজরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন খোলা আকাশের নিচে দাতাবাবার মাঠ প্রাঙ্গণে । আর এদিন এলাকার সমাজসেবীরা উপস্থিত প্রায় বিদ্যালয়ের স্কুল শিশুদের পড়াশোনা দেখতে। এদিন সমাজসেবী অশোক মুখার্জী, পিরু খান মিহির মন্ডল সহ আরো অন্যান্যরা স্কুলের ছোট শিশুদের হাতে চকলেট দিয়ে স্কুলে আসার জন্য অভিনন্দন জানান তাদের মনোবল বাড়াতে এগিয়ে আসেন।
অশোক মুখার্জী জানান দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার নতুন করে স্কুল খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তাকে আমরা সাধুবাদ জানায় এইভাবে আস্তে আস্তে পূর্ণরূপে প্রত্যেকটি স্কুল খুলবে ও ছাত্র-ছাত্রীরা এসে আবার আগের মত স্বাভাবিক ভাবে আসবে।
এক স্কুল ছাত্রী বলে, বাড়িতে পড়াশোনা করতে তাদের আর ভালো লাগছিলো না স্কুল খোলাতে তারা খুশি, স্কুলের মত বাড়িতে পড়াশোনা হতো না। তারা চায় রোজ স্কুলে আসতে। পানাগড় গ্রামের বাসিন্দা ও সমাজসেবী পিরু খান বলেন আজকের এই পাড়ায় বিদ্যালয়ে এসে তাদের ছেলে বেলার দিন মনে পড়ে যাচ্ছে তারা যখন ছোট ছিল এই ভাবেই স্কুলের আঙিনায় বসে ক্লাস করত আর এই কোভিড এর কারণে দীর্ঘদিন ধরে স্কুল-কলেজ বন্ধ ছাত্রছাত্রীরা ঘরে বসেই পড়াশোনা করেছে কিন্তু তারা চাইছে আবার স্কুলে ফিরতে । কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন স্কুল হবে পাড়াতে পাড়াতে সেইমতো হাজরা পাড়ার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনা হচ্ছে হাজরাপাড়া দাতাবাবার প্রাঙ্গণে। তিনি আরো বলেন ছোট ছোট স্কুলের ছেলেমেয়েদের মনোবল বাড়ানোর জন্য আমরা স্কুল ছাত্র-ছাত্রীদের চকলেট দিয়ে উৎসাহ দিতে ও মনোবল বাড়াতে এদিন এসেছিলাম ।
Social