পাপু লোহার, কাঁকসাঃ পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন এলাকায় বেশ কিছুদিন ধরেই রাতের অন্ধকারে প্রশাসনের নজর এড়িয়ে সরকারি জমি দখল হচ্ছে। এই ধরনের ঘটনা এর আগেও হয়েছে প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়ে, প্রশাসন নড়েচড়ে বসলেন সেই মুহূর্তে জমি দখল বন্ধ হয় আবার শুরু হয় জমি মাফিয়াদের দৌরাত্ম্যে রাতের অন্ধকারে জমি দখলের কাজ। আর যাতে রাতের অন্ধকারে যাতে সরকারি জায়গা বেহাত না হতে পারে সেই কারণে কাঁকসার বিডিওকে লিখিত অভিযোগ জানালো বিজেপি কর্মী সমর্থকরা।
বিজেপি নেতা রমন শর্মার বলেন, পানাগড় বাইপাসে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন এলাকায় বেশ কিছুটা সরকারি জমি রয়েছে। রাতের অন্ধকারে সেই জমিগুলি দখলের চেষ্টা চালাচ্ছে জমি মাফিয়ার। অভিযোগ গত কয়েকবছর আগে ওই জায়গা ঘেরার চেষ্টা করেছিল এলাকার তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা। সেই সময় প্রতিবাদ জানিয়ে দখল আটকানো সম্ভব হলেও ফের ওই জমি দখলের চেষ্টা চালাচ্ছে তৃণমূলের একটা অংশ বলে অভিযোগ। গোটা ঘটনার বিষয়ে কাঁকসার বিডিওকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গার উপরে সরকারি কোনো বোর্ড লাগানোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।
অভিযোগ অস্বীকার করে কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী জানিয়েছেন, তৃণমূলের কেউ যুক্ত নেই এই ঘটনায়। বিজেপি মিথ্যা অভিযোগ করে তাদের বদনাম করার চেষ্টা করছে। কেউ যদি এই ঘটনার সাথে যুক্ত থাকে প্রশাসন তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন ।
Social