প্রয়াত শিক্ষকের স্মরণ সভা

Burdwan Today
1 Min Read

প্রবীর মণ্ডল, বর্ধমানঃ প্রিয় শিক্ষক অকালেই চলে গেলেন না ফেরার দেশে। শিক্ষকের স্মৃতির উদ্দেশ্যে রবিবার বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের পৃষ্ঠপোষকতায় ও  ছাত্রছাত্রীদের উদ্যোগে রবিবার বিদ্যালয়ের সন্নিকটে ময়দানে এক স্মরণ সভার আয়োজন করা হয়। গত ২০ নভেম্বর বর্ধমান দু’নম্বর ব্লকের জোতরাম বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক রবিন কুমার দাস পরলোক গমন করেন। তিনি এই বিদ্যালয়ে ১৯৯৭ সাল থেকে শিক্ষকতা শুরু করেন। ‌আগামী ২০২৩ সালে তাঁর অবসরের সময় ছিল। তাঁর এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ বিদ্যালয়ের তাঁর সহকর্মীরা থেকে শুরু করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ও প্রাক্তনীরা।

 এদিন এই স্মরণ সভায় প্রথমে তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্প দিয়ে তাঁকে শ্রদ্ধা জানান উপস্থিত শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে, পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জী, পূর্ত কর্মাধ্যক্ষ সৌভিক পান, বিশিষ্ট সমাজসেবী শেখ আজাদ রহমান সহ সকল ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারাও। 

এদিন উপস্থিত শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা প্রয়াত শিক্ষকের স্মৃতিচারণ করে বলেন, ১৯৯৭ সালে তিনি এই বিদ্যালয়ের শিক্ষক হিসেবে আসেন। গত ২০ নভেম্বরের তিনি প্রয়াত হন। তাঁর সততা, দক্ষতা, যোগ্যতা, দেশপ্রেম, ত্যাগের মহিমা নৈতিকতার মাধ্যমে শিক্ষার্থীদের মনোজগতে অমরত্বের বীজ রোপণ করে গেছেন রবিন বাবু। তিনি একজন আদর্শবান শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের শুধু স্বপ্নই নয়, স্বপ্নপূরণের সঠিক রাস্তা দেখাতেন। তাঁর এই চলে যাওয়া আমাদের কাছে এক বড় ক্ষতি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *