দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ প্রতারকের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন শাসপুর অঞ্চলে মুসরবা গ্রামের এক ম্যাজিশিয়ান। এদিন বাঁকুড়া জেলার ইন্দাস থানার আকুই ননীবালা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকার মালতী পন্ডিত-এর নাম করে একজন প্রতারক মহিলা শাসপুর অঞ্চলে মুসরবা গ্রামে সন্দীপ কুমার সাম নামে এক ম্যাজিশিয়ানকে ফোন করে বলেন আমরা একটি প্রোগ্রাম করতে চাই স্কুলের মধ্যে কত টাকা লাগবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ডিটেইলস পাঠিয়ে দিন। ওই ম্যাজিশিয়ান নাম্বার ও ডিটেইলস না দিয়ে সরাসরি স্কুলে গিয়ে ওই প্রধান শিক্ষিকার মালতি পন্ডিত কাছে জানতে চাইলে প্রধান শিক্ষিকা পরিষ্কার জানিয়ে দেন তিনি কোনোরকম ফোন করেননি এবং এই মুহূর্তে স্কুলে ম্যাজিকের মতো কোনো রকম প্রোগ্রাম করার ইচ্ছে নেই, আমার নাম করে আমাকে কেউ ফাঁসাতে চেয়েছে।
সমগ্র ঘটনার পর ওই ম্যাজিশিয়ান প্রথমে ইন্দাস থানার আকুই আউট পোস্টে যোগাযোগ করেন। আকুই আউট পোস্টের পুলিশ তাঁকে ইন্দাস থানার সাথে যোগাযোগ করতে বলেন। তিনি যথারীতি যান। সুত্র মারফতে জানা যায় যে, ইন্দাস থানায় মৌখিকভাবে সম্পূর্ণ ঘটনা জানান ওই ম্যাজিকশিয়ান।