টুডে নিউজ সার্ভিস, হুগলিঃ হুগলির শ্রীরামপুরে শনিবার বিজেপির ডেঙ্গি অভিযান ঘিরে ধুন্ধুমার। ইতিমধ্যেই ডেঙ্গুর থাবার মারা গেছে দুই জন। সংক্রমিত বহু, পৌরসভা উদাসীন, এই দাবি নিয়ে হুগলির শ্রীরামপুরে পৌরসভায় বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা।
এদিন পৌরসভায় ঘেরাও করে বিজেপি। এমনকি ভাঙা হল পুলিশি ব্যারিকেড। বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি মোহন আদক জানান, ডেঙ্গু নিয়ে এই পৌরসভায় ঠিক মতো কাজ করছেনা, ইতিমধ্যেই শহরে দুই জন মারা গেছে, আমরা পৌরপ্রধানের কাছে দেখা করতে চেয়েছি, কিন্তু পৌরপ্রধান দেখা করেনি। অবিলম্বে ডেঙ্গু মোকাবিলায় কাজ করতে হবে পৌর প্রশাসনকে। পরে অবশ্য পৌরপ্রধান গিরিধারী সা বিজেপি প্রতিনিধি দলের সাথে দেখা করেন।