পৌরভোটে বর্ধমানে সবুজ ঝড়

Burdwan Today
2 Min Read

  

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ১০৮ পৌরসভায় ভোট গ্রহণ। যার মধ্যে পূর্ব বর্ধমানে ৬টি পৌরসভা যথা- বর্ধমান পৌরসভা (৩৫টি ওয়ার্ড), দাঁইহাট পৌরসভা (১৪টি ওয়ার্ড), কাটোয়া পৌরসভা (২০টি ওয়ার্ড), কালনা পৌরসভা (১৮টি ওয়ার্ড), গুসকরা পৌরসভা (১৬টি ওয়ার্ড), মেমারি পৌরসভা (১৬টি ওয়ার্ড)। 

বুধবার ছিল ১০৮ পৌরসভার ভোট গণনা। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল ৮ টায় শুরু হয় এই গণনা। বর্ধমান পৌরসভার গণনা হয় ইউ আই টি গোলাপবাগ ক্যাম্পাসে। ক্যাম্পাসের গেটের সামনে ছিল পুলিশ মোতায়েন। এখানে কিন্তু কাউকে বিনা কার্ডে প্রবেশ করতে দেওয়া হয় না ইলেকশন কমিশনের দেওয়া নির্দিষ্ট যে কার্ড রয়েছে ওই কার্ড নিয়েই কিন্তু ভেতরে প্রবেশ করতে পারে।

ভোট গণনা শুরু হতেই গেটের সামনে কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতন। বর্ধমান পৌরসভায় সবুজ ঝড় তুলে একাই ৩৫টি ওয়ার্ড জিতে নিল তৃণমূল কংগ্রেস। এক ধাক্কায় বিরোধীশূন্য বর্ধমান। 

দেখে নেওয়া যাক কোন পৌরসভায় কে কয়টি আসন পেল-

বর্ধমান পৌরসভা

ওয়ার্ড সংখ্যা-৩৫

তৃণমূল কংগ্রেস- ৩৫

সিপিআইএম- ০

বিজেপি- ০

জাতীয় কংগ্রেস- ০

নির্দল- ০

কালনা পৌরসভা

ওয়ার্ড সংখ্যা-১৮

তৃণমূল কংগ্রেস- ১৭

সিপিআইএম- ১

বিজেপি- ০

জাতীয় কংগ্রেস- ০

নির্দল- ০

দাঁইহাট পৌরসভা

ওয়ার্ড সংখ্যা- ১৪

তৃণমূল কংগ্রেস-১৪

সিপিআইএম- ০

বিজেপি- ০

জাতীয় কংগ্রেস- ০

নির্দল- ০

গুসকরা পৌরসভা

ওয়ার্ড সংখ্যা- ১৬

তৃণমূল কংগ্রেস- ১৬

সিপিআইএম- ০

বিজেপি- ০

জাতীয় কংগ্রেস- ০

নির্দল- ০

কাটোয়া পৌরসভা

ওয়ার্ড সংখ্যা-২০

তৃণমূল কংগ্রেস- ১৫

সিপিআইএম- ০

বিজেপি- ০

জাতীয় কংগ্রেস- ৪

নির্দল- ১

মেমারি পৌরসভা

ওয়ার্ড সংখ্যা- ১৬

তৃণমূল কংগ্রেস- ১৫

সিপিআইএম- ০

বিজেপি- ০

জাতীয় কংগ্রেস- ১

নির্দল- ১

জয়ের খবর আসতেই শুরু হয় তৃণমূল কর্মীদের আবির খেলা। তবে শাসকদল তৃণমূল কংগ্রেসের এই জয় নিয়ে কাটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল বিজেপি। তাদের অভিযোগ তৃণমূল সন্ত্রাস করে বাইরে থেকে লোক এনে ছাপ্পা ভোট দিয়েছে এ জয় জনগণের জয় নয় ছাপ্পার জয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *