Breaking News

    পৌরভোটের ফল বেরোনোর পরই তাহেরপুরে ওসি বদল

    বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ পৌরভোটের ফল বেরোনোর কয়েক ঘন্টা পার না হতেই তাহেরপুরের থানার ওসিকে বদলি করে দেওয়া হল। নিরপেক্ষতা বজায় রাখতে গিয়ে এই শাস্তি দাবি বিরোধীদের। পুরোটাই প্রশাসনিক নিয়মেই বদল হয়েছে পাল্টা দাবি তৃণমূলের। উল্লেখ্য, গোটা রাজ্য জুড়ে যেখানে সবুজ ঝড় উড়ছে, সেখানে শুধুমাত্র নদীয়ার তাহেরপুর পৌরসভার বামেরা তাদের নিজেদের জায়গা ধরে রাখল। তাহেরপুর পৌরসভার ১৩ টি ওয়ার্ডের মধ্যে বামেদের ৮ টি ওয়ার্ড। আর এই ফল বেরোতে না পেরোতেই কয়েক ঘন্টার মধ্যেই তাহেরপুর থানার ওসি অভিজিৎ বিশ্বাস-কে বদলির নির্দেশ দিল প্রশাসন।

     তাহেরপুরে সিপিআইএম নেতৃত্বের দাবি, যেহেতু ভোটের দিন তিনি নিরপেক্ষতা বজায় রেখেছেন সেই কারণেই তাকে এই উপহার দিল শাসকদল। শুধুমাত্র তাহেরপুরে ঘটনাই নয় রাজ্যের যেখানে যেখানে পুলিশ নিরপেক্ষ ভূমিকা নিয়ে একটু কাজ করছে সেখানেই শাসকদলের কোপে পড়ছেন প্রশাসনিক কর্তারা। বিজেপির দাবি এটা তৃণমূলের কালচার। তাহিরপুরে প্রশাসনকে সেইভাবে হাতিয়ার করতে পারিনি বলেই ওসিকে বদল করা হয়েছে। যদিও তাহেরপুরে তৃণমূল নেতৃত্ব বলেন এটা পুরোপুরি প্রশাসনিক নিয়মেই বদলি করা হয়েছে ওসিকে। রাজনীতির কোনো সম্পর্ক নেই।

    About Burdwan Today

    Check Also

    মন্তেশ্বরের নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করল পুলিশ

    জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর এলাকার থেকে নিখোঁজ হওয়া এক নাবালিকাকে কালনা এলাকা থেকে উদ্ধার করেছে …

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *