Breaking News

পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের মুল্যবৃদ্ধির প্রতিবাদে ধিক্কার মিছিল ও পথসভা

 

      দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ  পেট্রোল-ডিজেলের মতই লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্যাসের দামও, নিয়ম করে করে প্রায় প্রতিদিন পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির সাথে সাথে দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের, এমতাবস্থায় সংসার চালাতে নাজেহাল সাধারণ মানুষের। করোনার দাপটে মানুষের রোজগার কমেছে কিন্তু কমেনি পেট্রল-ডিজেল ও রান্নার গ্যাস সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য, বরঞ্চ প্রতিদিন নিয়ম করে বেড়েছে প্রত্যেকটা জিনিসের দাম ফলে চরম সংকটের মধ্যে দিন যাপন করছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের মানুষজন। 

মঙ্গলবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও পেট্রল, ডিজেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিশাল ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় এদিনের  মিছিল জনসমুদ্রে পরিণত হয়। এদিনের ধিক্কার মিছিলে পা মেলান ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ, তৃণমৃল কংগ্রেসের সহ-সভাপতি কুন্তল মন্ডল, বিষ্ণুপুর সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত, চন্দন রক্ষিত, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি আতাউল হক সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও হাজার হাজার কর্মী সমর্থক।।

About Burdwan Today

Check Also

ছাত্রের সঙ্গে বিয়ে! ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অধ্যাপিকা

https://youtube.com/watch?v=DtKkoXN83Go%3Fsi%3Duq8Tf9oKtBf_HpoM https://youtu.be/DtKkoXN83Go?si=jCn7axQlgKt47XXr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *