টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলা ডেকোরেটার্স সমন্বয় সমিতির পক্ষ থেকে সোমবার প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো বুদবুদের দেবী রাধা অনুষ্ঠান বাড়িতে। এদিন জেলার প্রায় ২০০জন প্রতিনিধি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, একই সাথে প্রতিবেশী জেলা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, হুগলী সহ বেশ কিছু জেলার সভাপতি ও সম্পাদকরা এই জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তী জানিয়েছেন, বিগত দু’বছর অতিমারি করোনার কারণে তাদের ব্যবসায় প্রচুর লোকসান হয়, সেই প্রাথমিক ধাক্কা কাটিয়ে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এরই মধ্যে বেশ কিছু আইনি জটিলতা এবং জিএসটি চাপিয়ে দেওয়া হচ্ছে তাদের ব্যবসায় তারা এ বিষয়ে খুব শিঘ্রই আন্দোলনের নামতে চলেছেন।
মনোজ বাবু আরও বলেন, শুধু ব্যবসা নয় ব্যবসার সাথে সাথে তারা প্রচুর সামাজিক কাজও করেন। এদিন সম্মেলনের শেষে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ ডেকোরেটার্স সমন্বয় সমিতির সাধারন সম্পাদক নির্মল চক্রবর্ত্তী, বুদবুদ চেম্বার অফ কমার্সের সভাপতি রতন সাহা, বুদবুদ থানা ওসি মহঃ মইনুল হক, ডেকোরেটার্স সমন্বয় সমিতির সৌমেন চৌধুরি, তাপস সিদ্ধান্ত, গৌতম সেন প্রমুখ ।