বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ পৌর নির্বাচন আর মাত্র কয়েকদিন। ক্ষমতার অধিকারী হতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে জনমত তাদের পক্ষে আনতে বিভিন্ন উপায় চলছে প্রচার অভিযান। বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ব্যানার ছেঁড়া, ভোটারদের ভয় দেখানো, এমনকি বোমা পড়ার মতো ঘটনাও উঠে এসেছে এরইমধ্যে। তাই ভোটারদের নির্ভয় ভোট দানে আশ্বস্ত করতে শুরু হয়েছে রুটমার্চ। রানাঘাট জেলা পুলিশের পক্ষ থেকে এসডিপিও প্রবীর মন্ডল শান্তিপুর থানার ওসি লালটু ঘোষ সহ শান্তিপুর থানা এবং রানাঘাট জেলার অন্যান্য বেশকিছু পুলিশকর্মীদের দেখা গেলো শহরের প্রধান রাস্তা দিয়ে রুটমার্চ করতে।
এ বিষয়ে এসডিপিও বলেন নিয়মিত ধারাবাহিকতা থাকবে রুটমার্চ। দিনে দুইবার করে বিভিন্ন এলাকায় পুলিশ টহল দেবে। শুধু তাই নয় বহিরাগত রুখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় চলবে নাকা চেকিং। ভোটের দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই আগে থেকেই প্রস্তুত নদীয়ার দুই জেলা প্রশাসন।
Social