দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ উচ্চমাধ্যমিকে যখন রেজাল্ট বের হয় তখন নম্বর ছিল ৪৮৬, কিন্তু তার আত্মবিশ্বাস ছিল নম্বর আরও বাড়বে এবং সেই কারণে পুনমূল্যায়নের জন্য আবেদন করে বাঁকুড়া জেলার সোনামুখী বি জে হাই স্কুলের ছাত্র সাবর্ণ হাটী। আবেদন গৃহীত হয় এবং পুনমূল্যায়নের রেজাল্ট পায় আর তাতে দেখা যায় ওই মেধাবী ছাত্র রাজ্য মেধা তালিকায় দশম স্থান অর্জন করেছে, এই ফলাফলে খুবই খুশি সাবর্ণ হাটী।
শুধু তাই নয়, এবার সাবর্ণ হাটী জয়েন্টেও ভালো ফলাফল করেছে। তার প্রাপ্ত র্যাঙ্ক ২৮৫। সাবর্ণ হাটীর অভাবনীয় এই রেজাল্টে খুশি তার পরিবার পরিজন এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ সকলেই।
Social