টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ মহিলাদের কাশি ও ঢাকের আওয়াজে বর্ধমানে পূজিত হচ্ছেন জগদ্ধাত্রী। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। কালী পুজো, ভাইফোঁটার পরে সকলে অপেক্ষায় থাকেন বাঙালির আরও এক বড় উৎসব- জগদ্ধাত্রী পুজোর। ষষ্ঠী থেকে শুরু হয়েছে বর্ধমান দু’নম্বর ব্লকের স্বস্তিপল্লীর জগদ্ধাত্রী পুজো। যা দেখতে দেখতে এবছর ৬ তম বর্ষে পদার্পণ করেছে। পুজো উদ্যোক্তা সুশীল অধিকারী জানান, আমরা বাড়ির পুরুষেরা বিভিন্ন কাজের সঙ্গে ব্যস্ত থাকি। আমাদের স্বস্তিপল্লীতে বহু পূজো মেলাও হয়। কিন্তু আমাদের এই পুজো একেবারে আলাদা এই পুজোয় কেউ আমাদের প্রতিমা দেন কেউবা ফল কেউবা প্যান্ডেল এইভাবে আমরা দীর্ঘ ছয় বছর ধরে কয়েকটি পরিবার মিলে পুজোর আয়োজন করছি। যার মূল উদ্যোক্তায় থাকেন মহিলারা তারা পুজোর শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত সমস্ত আয়োজনে ব্যস্ত থাকেন। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, জগদ্ধাত্রী পুজো কবে আসবে যা আমাদের কাছে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
পুজো কমিটির মহিলা উদ্যোক্তা মলি সরকার জানান, আমরা অপেক্ষায় থাকি কবে আসবে এই জগদ্ধাত্রী পুজো। বয়স হয়েছে তাই বাইরে ও তেমন পুজো দেখতে যাওয়া হয় না প্রত্যেক বছর পুরুষদের পাশাপাশি মহিলা উদ্যোক্তাদের সংখ্যা বেশি এই পূজার আয়োজনে। আমরা মহিলারা ঢাক কাশির আওয়াজে পুজো মণ্ডপটা এক অন্য চেহারা দিই।
Social