দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ ইন্দাস থানা গ্রাম রক্ষী বাহিনীর পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজার শুভ উদ্বোধন হলো রবিবার। প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে পুজোর শুভ উদ্বোধন করেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি।
এছাড়াও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর গ্রামীন অ্যাডিশনাল এসপি গণেশ বিশ্বাস , বিষ্ণুপুর মহকুমা এসডিপিও কুতুব উদ্দিন খান, সি আই সোনামুখী গৌতম তালুকদার,ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমনাথ পাল, ইন্দাস ব্লকের বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। উপস্থিত ব্যক্তিদের ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো হয় পুজো কমিটি তরফ থেকে। এই বছর কালীপুজোটাকে চিরস্মরনীয় করে রাখার জন্য থিমের খানিকটা চমকও দেওয়া হয়েছে ইন্দাস গ্রামরক্ষী বাহিনীর কালিপুজোতে। তাদের এই বছরের নিবেদন ‘ভূতের রাজা দিল বর।’ কালজয়ী বাংলা চলচ্চিত্রকার সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তাঁরই শ্রেষ্ঠ একটা গল্পকে থিমের মধ্যে ফুটিয়ে তুলেছেন। পুজো উদ্বোধনের মধ্য দিয়ে প্রথম দিন থেকেই মানুষের সমাগম পুজো প্যান্ডেল চত্বরে। সর্বধর্ম সমন্বয়ের তাদের কালীপূজা সাড়া ফেলেছে এলাকা জুড়ে।