সেখ সামসুদ্দিন, মেমারিঃ শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মন্তেশ্বর বিধায়কের ব্যবস্থাপনায় দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ ও ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিনের এই অনুষ্ঠান মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত বিজুর নাট্য সংস্থা জনগ্রন্থাগার ও তথ্য কেন্দ্রে কমিউনিটি হলে।
মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর উদ্যোগে এই বিশেষ আয়োজন। বড় পলাশন এক নম্বর অঞ্চল ও দু’নম্বর অঞ্চল এবং বিজুর এক’নম্বর অঞ্চল ও বিজুর দু’নম্বর অঞ্চল মোট চারটি অঞ্চলে মধ্যে বস্ত্র এবং স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
নতুন বস্ত্র পেয়ে স্বাভাবিকভাবেই খুশি এলাকার দুঃস্থ পরিবারের মানুষগুলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি দু’নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অমর সাহা, কর্মাধ্যক্ষ বনবিভাগ হরিসাধন ঘোষ, শিক্ষা কর্মাধ্যক্ষ মাধুরী ঘোষ, কর্মাধ্যক্ষ জয়দেব পাল, বিজুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান বৃন্দাবন ঘোষ, বিশিষ্ট সমাজসেবী ধনঞ্জয় গুপ্ত, দীনবন্ধু ঘোষ, গফ্ফার মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।