বিশ্বজিৎ বিশ্বাস, শান্তিপুরঃ রাস্তায় বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল দুই যুবক, সামনে থেকে দ্রুতগতিতে আসা বোলেরো গাড়ির সজোরে ধাক্কা দুই বাইক আরোহীকে। ঘটনাস্থলেই রাস্তার অপর প্রান্তে ছিটকে পড়ে দুই বাইক আরোহী, গুরুতর জখম অবস্থায় শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন ওই দুই বাইক আরোহী। জানা যায়, শনিবার বিকেলে শান্তিপুর গোবিন্দপুর সংলগ্ন সুকান্তপল্লীর নতুন বাইপাস রাস্তায় দুই যুবক বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল, ঠিক তখনই একটি বোলেরো গাড়ি দ্রুতগতিতে এসে তাদের সজোরে ধাক্কা মারে। এরপর ওই দুই বাইক আরোহী রাস্তার অপর প্রান্তে ছিটকে পড়ে, ছুটে আসে এলাকার লোকজন ওই দুই বাইক আরোহীকে শান্তিপুর হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। জানা যায়, গুরুতর জখম ওই দুই বাইক আরোহী। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বোলেরো গাড়িতে থাকা চারজনের মধ্যে তিনজনই মদ্যপ অবস্থায় ছিল। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানা পুলিশ এছাড়াও ঘাতক বোলেরো গাড়িটিকে আটক করে, পাশাপাশি ঘাতক গাড়িতে থাকা এক যুবককে আটক করলেও বাকি তিন জন পলাতক।
এলাকাবাসীর দাবি অবিলম্বে রাস্তার সম্পূর্ণ কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত পি.ডব্লু.ডি. বন্ধ রাখুক যান চলাচল। যদিও নতুন জাতীয় সড়ক এখনও পর্যন্ত চালু হয়নি, পুরানো পথ দিয়েই যাতায়াত চলছে, স্থানীয় বেশকিছু গাড়ি অর্ধ সমাপ্ত ওই রাস্তার উপর দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে যাতায়াত করে মাঝেমধ্যেই।