মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ বীরভূম জেলা ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি পিএইচই পাম্প থেকে দূষিত জল বের হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারায় দুয়ারে দুয়ারে জল প্রকল্প শুরু হয়েছে এবং জয়দেববাসী তার সুফল ভোগ করছেন। কিন্তু, ইদানিং পাম্প থেকে আয়রন যুক্ত জল নির্গত হচ্ছে। সেই জল সরবরাহ করা হচ্ছে এলাকার প্রতিটি ঘরে ঘরে। স্টিলের বালতিতে জল তুলে এক ঘন্টা রেখে দিলে পুরো জল লাল রঙের হয়ে যাচ্ছে, এত আর্সেনিক জল দেখে আতঙ্কিত এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, তারা ঘরের দুয়ারে জল পেলেও সেই জল ব্যবহারের অযোগ্য। বাধ্য হয়ে ব্যবহার করলেও রোগের উপসর্গ দেখা যাচ্ছে দু-একজনের মধ্যে। তাই জয়দেবকেন্দুলির এলাকাবাসীর অভিযোগ অপরিশোধিত জল সরবরাহ বন্ধ করে বিশুদ্ধ পরিশ্রুত জল সরবরাহ করা হোক।
Social