Breaking News

পালাকার ভৈরব গঙ্গোপাধ্যায়ের স্মরণ সভা ও যাত্রাশিল্পীদের সম্বর্ধনা

 

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ  পিপলন রামকৃষ্ণ সংঘের পরিচালনায়  পিপলন অরবিন্দ বিদ্যাপীঠে বিখ্যাত পালাকার প্রয়াত ভৈরব গঙ্গোপাধ্যায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হলো।  মন্তেশ্বর ব্লকের ভূমিপুত্র প্রখ্যাত যাত্রার পালাকার প্রয়াত ভৈরব গঙ্গোপাধ্যায় স্মরণ সভার অনুষ্ঠানের দিন  মা মাটি মানুষ, অশ্রু দিয়ে লেখা, দেবী সুলতানা,  পদধ্বনি  সহ পাঁচটি  যাত্রাপালা থেকে গুরুত্বপূর্ণ দৃশ্যের অভিনয় করে দেখান  মন্তেশ্বর ব্লকের বেশ কিছু যাত্রাশিল্পীরা। তাই এদিন রাত ৮ টায় পিপলন রামকৃষ্ণ সংঘের  পক্ষ থেকে  পিপলন বাজার এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বেশ কিছু সফল যাত্রাশিল্পীকে সম্বর্ধনা দেওয়া হয়।

 সংস্থার পক্ষে ধনঞ্জয় সামন্ত জানান, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতিকে পুনরায় উজ্জীবিত করার লক্ষ্যে গত কয়েকদিন ধরে ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত পাঁচটি যাত্রাপালা এলাকায় মঞ্চস্থ করা হয়েছে ‌এবং অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে বাছাই করা ১৬ জন শিল্পীকে উত্তরীয়, পুষ্পস্তবক, স্মারক ও উপহার দিয়ে সম্বর্ধিত করা হয়েছে। উদ্যোক্তারা জানান, নতুন প্রজন্ম হাতের মুঠোফোন ছেড়ে আর গ্রাম বাংলার এই হারিয়ে যাওয়া ঐতিহ্য যাত্রাপালার দিকে এগিয়ে আসছে না আমরা তাই এই ঐতিহ্য হারিয়ে না যায় এবং টিকিয়ে রাখতে আজও আমরা ধরে রেখেছি।

About Burdwan Today

Check Also

সৃজনী প্রেক্ষাগৃহে আর্ট ওয়ার্কশপ

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ ‘ছবি আঁকার মানুষ ওগো পথিক চিরকেলে, চলছ তুমি আশেপাশে দৃষ্টির জাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *