পাপু লোহার, পানাগড়ঃ শ্রমিকদের আন্দোলন রাষ্ট্রায়ত্ব তেল সংস্থার বটলিং প্লান্টের কাজ বন্ধ। কাজের দাবিতে এবং বকেয়া পি.এফ ও ই.এস.আই-এর দাবিতে পানাগড় শিল্পতালুকের একটি রাষ্ট্রায়ত্ব তেল সংস্থার বটলিং প্লান্টের গেটের সামনে কাজ বন্ধ করে বিক্ষোভে বসলো সংস্থার ৯০ জন শ্রমিক।
শ্রমিকদের অভিযোগ, প্রায় ৪ মাস ধরে তাদের পি.এফ ও ই.এস.আই বাকি রয়েছে। সেই টাকা তাদের অবিলম্বে মিটিয়ে দিতে হবে। জাতীয় ছুটির দিনে তাদেরকেও ছুটি দিতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বার্ষিক যে বেতন বৃদ্ধি হয়। সেই অনুপাতে তাদের বেতন বৃদ্ধির দাবি সহ একাধিক দাবিতে সকাল থেকেই গেটের সামনে আন্দোলনে নামে শ্রমিকরা। শ্রমিকদের আন্দোলনের জেরে সকাল থেকেই বন্ধ রয়েছে কাজ। কোনো শ্রমিক ও আধিকারিকদের গেটের ভিতরে ঢুকতে দেওয়া হয় নি। শ্রমিকদের দাবি যতক্ষন না পূরণ হবে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। সুশান্ত সামন্ত, মনিরুল মিদ্দা, সীমন্ত দোলুই তারা জানিয়েছেন দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। অবশেষে আমরা কারখানার গেটে বসার সিদ্ধান্ত হয়। যদি কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নেয় আমরা পুনরায় আবার কাজে যোগদান করব। এ বিষয় নিয়ে প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিলাম প্রশাসন আমাদেরকে আশ্বাস দিলেও কর্তৃপক্ষ সে বিষয়ে কোনো সদুত্তর দেয়নি।
শ্রমিকরা জানিয়েছেন প্লান্ট ম্যানেজার আমাদের সাথে দুর্ব্যবহার করে, আমাদেরকে কাজে যোগ দিতে দিচ্ছেনা। আগামী দিনে যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।