পাপু লোহার, পানাগড়ঃ রবিবার পানাগড় ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স ফোরামের সহায়তায় সোঁয়াই বসন্ত উৎসব কমিটি পরিচালিত সোঁয়াই প্রাথমিক বিদ্যালয়ে সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন মোট ২৫ জন রক্তদাতা রক্তদান করেন।
রবিবার সকাল থেকে প্রচন্ড ভ্যাপসা গরমের মধ্যেও উৎসবের মেজাজে রক্তদান শিবিরে সকলে রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি ডাঃ সুজিত সরকার, স্কুলের প্রধান শিক্ষক গঙ্গাধর কোনার, পানাগড় ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স ফোরামের সেক্রেটারি প্রণব শেঠ, নিতাই হাজরা, ছন্দিতা দত্ত, শিখা মাল এবং রুপা শেঠ প্রমূখ।
পানাগড় ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স ফোরামের সেক্রেটারি প্রণব শেঠ জানিয়েছেন, বিভিন্ন ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে রক্তদান করে গ্রীষ্মকালীন রক্ত সংকটের যোগান অব্যাহত রাখার আর্জি জানান। এই সঙ্গে এমত অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রক্তদান শিবির করার নির্দেশকে সাধুবাদ জানান এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে রক্তদান করার আবেদন জানান। রবিবার রক্তদান শিবিরে নবীন রক্তদাতাদের সম্মান জানানো হয়।
Social