পাপু লোহার, পানাগড়ঃ দ্রুত বিশ্ব যাতে করোনা মুক্ত হয় সেই আবেদন নিয়ে পানাগড় গ্রামে প্রাচীন শিব মন্দিরে জল ঢাললেন ভক্তরা। গত দু’বছর ধরে করোনার জন্য শিবরাত্রি পালন করতে পারেননি কেউ। এবছর মহা ধুমধামে কাঁকসার বিভিন্ন প্রান্তে শিবরাত্রির আয়োজন করা হয়েছে। সকাল থেকেই বিভিন্ন মন্দিরে ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে। মঙ্গলবার সকালে কাঁকসার পানাগড় গ্রামের বহু প্রাচীন চোবরেস্বর শিব মন্দিরে শিব রাত্রি উপলক্ষ্যে শিবের মাথায় জল ঢালতে ভিড় জমান ভক্তরা।
কেউ পরিবারের কল্যাণের জন্য আবার কেউ সকলের মঙ্গল কামনায় শিবের মাথায় জল ঢাললেন। পানাগড় গ্রামের বাসিন্দা বৈশাখী দত্ত জানিয়েছেন দু’বছর ধরে তাঁরা ঠিকভাবে শিবরাত্রি পালন করতে পারেন নি। এমনকি মন্দিরের কাছেই আসতে পারেন নি। এবছর মহা ধুমধামে শিবরাত্রি পুজোয় মেতেছেন।সারা বিশ্ব যাতে দ্রুত কোরোনা মুক্ত হয় মহাদেবের কাছে সেই আবেদন নিয়ে মঙ্গলবার শিবের মাথায় জল ঢালা হয়।