পাপু লোহার, দুর্গাপুরঃ রবিবার গভীর রাতের পাণ্ডবেশ্বরের ডালুরবাধ ৮ নম্বর এলাকা থেকে ৬টি দেশি পাইপগান সহ ৭০ রাউন্ড কার্তুজ উদ্ধার সহ সঞ্জয় মোদি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। সোমবার সাংবাদিক বৈঠক করে উদ্ধার হওয়া অস্ত্রের নমুনা পেশ করেন অন্ডাল এসিপি তহিদ আনোয়ার।
