Breaking News

পরীক্ষা হবে অনলাইনে, বিজ্ঞপ্তি প্রকাশ হতেই খুশি পড়ুয়ারা

  

প্রবীর মণ্ডল, বর্ধমানঃ অবশেষে পরীক্ষার্থীদের দাবি মেনে অনলাইনে পরীক্ষা ঘোষণা হওয়ায় খুশি পড়ুয়ারা। দীর্ঘদিন ধরে অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের পড়ুয়ারা। বিক্ষোভকারী পড়ুয়ারা জানান, সারাবছর অনলাইনে ক্লাস হয়েছে আর দু’মাস ক্লাস হয়েছে অফলাইনে এর মধ্যে সিলেবাস এখনও অসম্পূর্ণ। এ বিষয়ে তারা তাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে লিখিত আকারেও জানান এমনকি রাজবাটি ক্যাম্পাসে বিক্ষোভও দেখান। 

অবশেষে দীর্ঘ আন্দোলনের পর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়, স্নাতক স্তরের দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনলাইন পরীক্ষা নেওয়া হবে এবং জানানো হয় প্রথম, তৃতীয় ও পঞ্চম সেমিস্টার কোনোভাবেই অনলাইন হবে না তাদের অফলাইনে পরীক্ষা দিতে হবে। আর অফলাইন পরীক্ষার জন্য পড়ুয়াদের প্রস্তুত থাকতে হবে। অনলাইনে পরীক্ষা ঘোষণা হতেই খুশি সকল পড়ুয়ারা।

About Burdwan Today

Check Also

সম্পত্তিগত বিবাদের জেরে ভয়ঙ্কর কাণ্ড, দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *