Breaking News

পবিত্র ফতেহা ইয়াজদাহম পালন

 

রবিশঙ্কর ঘোষ, বীরভূমঃ বীরভূম জেলার বোলপুর লায়েকবাজার খানকায়ে কাদেরিয়ার পরিচালনায়। প্রতি বছরের ন্যায় এ বছরে পালিত হল ১১ই রবিউস সানি ফাতেহা ইয়াজদাহম। 

ফাতেয়া ইয়াজদাহম হলো বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহ, এর ওফাত দিবস। হিজরী ৫৬১ সনের ১১ই রবিউস সানি তিনি ইন্তেকাল করেন। ইসলামের অন্যতম সর্বোপরি শ্রেষ্ঠ ধর্মগুরু হযরত আব্দুল কাদের জিলানী রহ, প্রত্যেক মুসলিম ধর্মালম্বি কাছে চিরস্মরণীয়।

তার জীবনী ও আদর্শ চলার পথ প্রত্যেক মুসলিমরা সম্প্রদায়ের মানুষজন শ্রদ্ধা সহকারে পালন করে থাকে। পীর ,অলি ,দরবেশ ফকির সবার উপরে শ্রেষ্ঠ ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী রহ, তাই তার এই দিনটিকে স্মরণ করে ফাতিহা ইয়াজদহম পালিত হল।

এই অনুষ্ঠানে জাতি, ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে সকলে একত্রিত হয়ে এই মাহফিলে অংশগ্রহণ করেছিলেন। ফাতিহা ইয়াজদাহম মাহফিলে উপস্থিত ছিলেন বোলপুর লোকসভার সাংসদ- অসিত মাল মহাশয়, পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী- চন্দ্রনাথ সিংহ , নানুর বিধানসভার বিধায়ক- বিধানচন্দ্র মাঝি মহাশয়, সিউড়ির বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি- বিকাশ রায় চৌধুরী, ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি কমিশনের চেয়ারপার্সন – মমতাজ সংঘমিত্রা, দুবরাজপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক- নরেশ চন্দ্র বাউরী। সহ ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি কমিশনের আধিকারিক এবং বোলপুর লায়েকবাজার খানকায় কাদেরিয়ার ভক্তবৃন্দগন।

About Burdwan Today

Check Also

নবদ্বীপের রাসের শোভাযাত্রায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলল বড় শ্যামা মায়ের মূর্তি

টুডে নিউজ সার্ভিসঃ নবদ্বীপের বিখ্যাত রাসযাত্রা। সেই রাসযাত্রা উপলক্ষ্যে শোভাযাত্রা বেরোয়। আর সেখানেই ঘটে গেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *