জ্যোর্তিময় মণ্ডল, মন্তেশ্বরঃ পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে মন্তেশ্বর থানার পক্ষ থেকে মঙ্গলবার মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর বাজার, কুসুমগ্রাম সহ বিভিন্ন বাজার এলাকায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির পালিত হল। এদিন মন্তেশ্বর থানা থেকে মন্তেশ্বর বাজার হয়ে মন্তেশ্বর থানার সিভিক ও পুলিশ কর্মীদের নিয়ে মন্তেশ্বর থানার পুলিশ আধিকারিক কুণাল বিশ্বাস উদ্যোগে পথ নিরাপত্তা কর্মসূচি পালন করা হয়।
এদিন মন্তেশ্বর বাজার হয়ে প্রায় সাত কিলোমিটার অতিক্রম করে কুসুমগ্রাম বাস স্টান্ডে শেষ হয় এই কর্মসূচি। তারপর কুসুমগ্রাম বাজারে পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে নবদ্বীপ টু বর্ধমান, কাটোয়া টু মেমারি সহ সরকারি, বেসরকারি, বিভিন্ন রুটের বাস, মোটরবাইক পণ্যবাহী গাড়িতে সেভ লাইফ সেভ ড্রাইভের স্টিকার লাগিয়ে দিয়ে গাড়ির চালক সহ যাত্রীদের এবং বিভিন্ন বাজারে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সেভ ড্রাইভ সেফ লাইফ সম্পর্কে বার্তা দেয় মন্তেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কুণাল বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
এদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নবদ্বীপ বর্ধমান, মেমারি মালডাঙ্গা রোডের বাস কর্মচারীদের ও সাধারণ মানুষকে বাসের ছাঁদে চাপানো নিষেধ করেন। পাশাপাশি সিভিক পুলিশ ও পুলিশ কর্মীদের নিয়ে মাইকিং করে সচেতনতার বার্তা দেওয়া হয়।
উপস্থিত মন্তেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কুণাল বিশ্বাস সহ মন্তেশ্বর থানার সেকেন্ড অফিসার বিবেকানন্দ মুদি। এদিন তাদের বক্তব্যের মাধ্যমে সকলে সচেতনতার বার্তা দেয়, মদ্যপান করে গাড়ি চালাবেন না, বেপরোয়া ও অসাবধানবশত অতিরিক্ত বেগে গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার বন্ধ রাখতে হবে, ট্রাফিক সিগন্যাল অমান্য করা যাবে না, হেলমেট ছাড়া মোটর বাইক চালানো যাবে না গাড়ি চালানোর সময় রেষারেষি করা যাবে না। পাশাপাশি রাস্তায় বালি পাথর ইত্যাদি নির্মাণসামগ্রী না রাখার আবেদন জানানো হয় এবং সাবধান করে দেওয়া হয়।
Social