দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ মোমিনপুর যাওয়ার পথে চিংড়িঘাটায় গ্রেফতার হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার গ্রেফতারে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে পরে। তার গ্রেফতারের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ ও পথ অবরোধ শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা।
বিজেপি-র রাজ্য সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে বাঁকুড়ার ইন্দাসে আকুই ফাঁড়ি মোড়ে ইন্দাস দু’নম্বর মন্ডলে বিজেপি কর্মী সমর্থকরা আকুই আউট পোস্টে সামনে বোঁয়াইচন্ডী মোগলমারি রোড অবরোধ করে ও দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে। এর জেরে বোঁয়াইচন্ডী মোঘলমারি রোডে যানযটের সৃষ্টি হয়।
বিক্ষোভ স্থলে আকুই আউট পোস্টের বিশাল পুলিশ বাহিনী গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের রাস্তা থেকে সরিয়ে যানজট মুক্ত করে। এই দিন এই পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মামন রায় সহ বিজেপি কর্মি ও সম্পর্কে রা।
Social