জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর লোহার দক্ষিণ দাস পাড়ায় শিশু শিক্ষা সন্নিকট এক ময়দানে মন্তেশ্বর বিজেপির এক নম্বর মণ্ডল কমিটির পক্ষ থেকে মন্তেশ্বর অঞ্চলে একটি অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই সম্মেলন বেলা ১১টায় দলীয় পতাকা উত্তোলন, ভারত মাতাকে বন্দনা করে উদ্বোধনী ভাষণে মধ্য দিয়ে বিজেপির এক নম্বর মণ্ডল কমিটির সভাপতি ঝুলন হাজরা সূচনা করেন।
সমস্ত খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন্ট করুন : https://chat.whatsapp.com/
পঞ্চায়েত ভোটকে লক্ষ্য রেখে ব্লকের সমস্ত বুথে প্রার্থী দেওয়ার প্রয়াসকে তুলে ধরে, দলীয় সংগঠনকে চাঙ্গা করার লক্ষ্যই হচ্ছে এই সম্মেলন বলে জানান মন্তেশ্বর বিজেপির এক নম্বর মণ্ডল কমিটির সভাপতি ঝুলন হাজরা।
এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির কাটোয়া জেলা সাংগঠনিক সহ সভাপতি সৌগত দে, কাটোয়া জেলা সাংগঠনিক কিষান মোর্চার সহ-সভাপতি প্রদীপ রায়, মন্তেশ্বর বিধানসভার বিজেপির অবজার্ভার রাজকুমার সাঁই, প্রাক্তন মণ্ডল কমিটির সভাপতি রাজেশ রায়, বর্তমান বিজেপির এক নম্বর মণ্ডল কমিটির সভাপতি ঝুলন হাজরা সহ ১৫০ জন বিজেপির কর্মী প্রতিনিধি।
Social