Breaking News

পঞ্চমীতে একাধিক পুজোর উদ্বোধন জামালপুরে

  

কল্যাণ দত্ত, জামালপুরঃ মহা পঞ্চমীর দিনে জামালপুরে একের পর এক পুজোর উদ্বোধন করলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। তাঁর সাথে ছিলেন পুরো ব্লক প্রশাসনের টিম। ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাকেশ সিং, জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ, পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, তাবারক আলী, সাহাবুদ্দিন শেখ সহ অন্যান্যরা। 

এদিন জামালপুরের জামুদহ বারোয়ারী, সাদিপুর অ্যাথলেটিক ক্লাব পুজো, চৌবেরিয়া বারোয়ারী, কলুপুকুর সর্বজনীন, কাঠুরিয়া পারা সর্বজনীন, নেতাজি অ্যাথলেটিক ক্লাব সহ অন্যান্য পুজোর উদ্বোধন করেন তিনি।  তিনি সকল পুজো কমিটি গুলিকে ধন্যবাদ জানান সকলে সরকারি নিয়ম মেনে পুজো করার জন্য। তাঁর সঙ্গে তিনি আরও বলেন তাঁদের অনুরোধে সকল পুজো কমিটি গুলি দুঃস্থ অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন। তিনি বলেন এই সরকারই ক্ষমতায় এসে দুর্গা পূজো করার জন্য ৬০‚০০০ টাকা ও বিদ্যুৎ বিলে ৬০% ছাড় দিয়েছেন। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, মুখ্যমন্ত্রীর জন্যই ইউনেস্কো আজ দুর্গা পুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে। যাতে কোনো পুজো অর্থের অভাবে বন্ধ না হয় সেই জন্য অর্থ সাহায্য করছেন। জামালপুর থানার ওসি সকলকে সরকারি নিয়ম মেনে পুজো করতে বলেন এবং যেকোনো সমস্যায় পুলিশ প্রশাসন তাঁদের সাথে আছেন। পাশাপাশি এদিন নেতাজি ক্লাবে ছোটো বাচ্ছাদের নিয়ে খুব সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান করেন। 

About Burdwan Today

Check Also

সাপের কামড়েও হারায়নি মনোবল, হাসপাতালে বসেই পরীক্ষা দিলো মাধ্যমিক পরীক্ষার্থী

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বিষধর সাপের কামড়ে অসুস্থ হলেও পরীক্ষা থেকে মনোবল হারায়নি পূর্ব বর্ধমানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *