টুডে নিউজ সার্ভিস, পূর্ব মেদিনীপুরঃ বর্তমানে কোভিড ও ওমিক্রণ সংক্রমণ উর্ধ্বমুখী। তবে সরস্বতী পুজো কি থেমে থাকে! বাঙালির অন্যতম উৎসব এই সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানেই ভালোবাসার একটি দিন। এই সরস্বতী পুজো উপলক্ষে প্রতি বছর বিভিন্ন থিম উপহার দিয়ে থাকে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু’নম্বর ব্লকের পঁচেট আরিয়ান ক্লাব। তাদের এবারের থিম ‘শিল্পকলা’। এবছর তাদের পুজো ১৩তম বর্ষে পদার্পণ করলো। দর্শনার্থীদের জন্য সুন্দর থিমের মন্ডপ, প্রতিমা, আলোক সজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার হিসেবে তুলে ধরে ঐ ক্লাব। কিন্তু কোভিডকে মাথায় রেখে এবছর কমানো হয়েছে পূজার জাঁকজমক। প্রতিমা সাবেকিয়ানা ভাবে তৈরি।
কেন তাদের এবছরের থিম ‘শিল্পকলা’? উত্তরে ক্লাব কৃতপক্ষ জানায়, বর্তমানে প্লাস্টিকের দাপটে হারিয়ে যেতে বসেছে বাঁশ ও বেতের তৈরি ক্ষুদ্রশিল্প। তাই আমরা থিমের মাধ্যমে মানুষকে সচেতন করতে পুরো মন্ডপকে বাঁশ ও বেতের তৈরি সামগ্রী দিয়ে সাজিয়ে তুলেছি।