টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। বিভিন্ন রাজ্যে রবিবার আন্তর্জাতিক মাদক বিরোধী এবং মাদক চোরাচালান বিরোধী দিবস পালিত হচ্ছে। পালিত হচ্ছে এ রাজ্যেও। বর্ধমান জেলাতেও দিনটি যথাযোগ্য ভাবেই পালিত হচ্ছে। এদিন আবগারি দপ্তরের পক্ষ থেকে একটি সচেতনার রেলি ও মাইকিং করা হয়। যাতে সাধারণ মানুষকে সচেতন করা হয়, ড্রাগ সেবন করলে মানব শরীরে ঠিক কি কি ধরনের ক্ষতি হতে পারে।
অনেকেই আছেন যারা মাদক সেবনের যে আইন রয়েছে সে সম্পর্কে কিছু জানেন না। এই মাদকের নেশা শুধু ব্যক্তির সম্ভাবনাময় জীবনকেই ধ্বংস করে না তার পরিবার-সমাজ তথা সমগ্রজাতিকেই গ্রাস করে নিতে চায়। এই মাদকের নেশা সমাজের পক্ষে এক অভিশাপ। সাময়িক আনন্দ লাভের আশায় মানুষ নেশায় আসক্ত হয়। কিন্তু সেই সর্বনাশে নেশাই ধীরে ধীরে তার জীবনকে দুর্বিষহ করে তোলে। যার সর্বশেষ পরিণতি অকাল মৃত্যু!
নেশার দুনিয়ায় প্রবেশ করা সহজ কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা দুঃসাধ্য। তাই এদিন নেশা মুক্ত সমাজ গড়তে আবগারি দফতরের পক্ষ থেকে বর্ধমানে সেহারাবাজার, খণ্ডঘোষ, বাদুলিয়া বাজার এলাকাগুলিতে আন্তর্জাতিক বিরোধী দিবসে সচেতনতার প্রচার কর্মসূচী চালানো হয়।
Social