মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ ইলামবাজার ব্লকের অন্তর্গত জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ সাহাপুর গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রটি দুটি পুকুরের মধ্যস্থলে অবস্থিত। পুকুরের ভাঙনের ফলে স্বাস্থ্য কেন্দ্রের বিল্ডিংটি আদৌ টিকবে কিনা তার সন্দেহ রয়েছে স্বাস্থ্য কেন্দ্রের কর্মীসহ গ্রামবাসীদের। এই ব্যাপারে ইলামবাজার বিএমওএইচ জানান, এ বিষয়ে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা স্যাংশন হয়ে রয়েছে। কিন্তু, কাজের কাজ কিছুই হয়নি এখনও পর্যন্ত। এই স্বাস্থ্যকেন্দ্রে কাজে কোথায় বাঁধা প্রশ্ন উঠছে কর্মী ও গ্রামবাসীদের মনে?
দীর্ঘদিন ধরে হাসপাতালে পরিস্রুত পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, ব্যবস্থা নেই রাস্তা থেকে হাসপাতালে যাওয়ার রাস্তার। অসুস্থ রোগীকে কাঁধে করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হয়। আশা কর্মীদের ক্ষোভ, এই স্বাস্থ্য কেন্দ্রে পরিস্রুত পানীয় জল তো দূরের কথা এখানে শৌচালয় ব্যবহার করার মত কোনো জল নেই ফলে। ক্ষুদ্ধ সাহাপুর গ্রামবাসীও। সকলের দাবি, পরিস্রুত পানীয় জল, রাস্তা এবং গার্ডওয়াল করার খুব প্রয়োজন তার অতিসত্বর করা হোক।
Social