টুডে নিউজ সার্ভিস, কামারহাটিঃ পুরভোটের প্রচার শেষ হতেই বোমার আওয়াজে কেঁপে উঠল কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডের আদর্শ পল্লী। ভোটের আগে শুক্রবার মাঝরাতে কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডের সিপিএম মনোনীত প্রার্থী অদ্রি রায়ের বাড়ির সামনের রাস্তায় বোমা আতঙ্ক। মাঝরাতে বেশ কয়েকজন এসে সিপিএম প্রার্থী অদ্রি রায়ের বাড়ির সামনে কয়েকটি বোম ছুড়ে পালায়।
প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই কখনও ভোট প্রচারে আবার কখনও পোস্টার ছিঁড়ে বাধা দেওয়ার চেষ্টা করা হয় সিপিএম প্রার্থী অদ্রি রায়-কে বলে অভিযোগ। আবারও ভোটের ঠিক আগের দিন বোমা ফাটিয়ে তার ছিঁড়ে ভয় দেখানোর চেষ্টা বলে অভিযোগ সিপিএম প্রার্থীর। এ বিষয়ে বেলঘড়িয়া থানার পুলিশের সাথে যোগাযোগ করলে পুলিশ ঘটনাস্থলে আসে। পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন।