মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গত দুইদিন ধরে অঝোর ধারায় বৃষ্টি হওয়ায় অজয় নদীর জলস্তর বেড়ে গিয়েছে বিপদসীমার উপরে। ফলে অজয় নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলে ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি নৌকা ঘাটে নৌকা চলাচল সম্পূর্ণভাবে বন্ধ। পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চল দুর্গাপুরের সঙ্গে বীরভূমের জয়দেব কেন্দুলি যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার ফলে বীরভূমের কয়েক হাজার লোক বেকার হয়ে পড়ে। শিল্পনগরী দুর্গাপুরের বিভিন্ন কাজে বীরভূম থেকে কয়েক হাজার লোক প্রতিদিন সকালে কর্মসূত্রে নদী পেরিয়ে দুর্গাপুর যায়। নৌকা চলাচল বন্ধ হওয়াতে তারা নিরাশ হয়ে নদীর ঘাট থেকে বাড়ি ফিরে যায়।
নৌকার চলাচলের টেন্ডার প্রাপ্ত দলের সদস্য আব্বাস চৌধুরী জানান, নৌকা চলাচল ঝুঁকি রয়েছে তাই জুকি থেকে বাঁচার জন্য আপাতত নৌকা চলাচল বন্ধ আছে জল কমলে প্রশাসনের অনুমতি সাপেক্ষে তারা ফের নৌকা চলাচল করবেন।