টুডে নিউজ সার্ভিস, দিঘাঃ নিউ দিঘার হোটেলে আগুন। মঙ্গলবার সন্ধ্যায় হোটেলে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। সূত্রে জানা গেছে, এদিন সন্ধে সাড়ে ৬ টা নাগাদ নিউ দিঘার হোটেল সেক্টরের একটি বেসরকারি হোটেলের তিনতলার একটি বন্ধ ঘর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে হোটেলের ওই ঘরটি।
খবর পেয়ে ঘটনাস্থলে, পৌঁছায় পুলিশ ও দমকলের কর্মীরা। তবে তার আগেই হোটেল কর্মীরাই আগুন নেভাতে সক্ষম হন। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। হোটেলের ওই ঘরের টিভি কিংবা এসি থেকে কোনোভাবে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।
Social