দেবনাথ মোদক, বাঁকুড়াঃ জল, জঙ্গল আর টিলার অপরূপ মেলবন্ধন হল বাঁকুড়ার রানী মুকুটমনিপুর। রাজ্যের অন্যতম প্রকৃতি পর্যটন কেন্দ্র হল এই মুকুটমণিপুর। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের টানেই পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অসংখ্য পর্যটক। জলাধারের নীল জল, সবুজ জঙ্গল ও টিলা বেষ্টিত অপরূপ দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করতে অসংখ্য পর্যটক আসেন এখানে। পর্যটন মরসুম ছাড়াও বছরের বিভিন্ন সময়ে পর্যটকদের আনাগোনা তো লেগেই রয়েছে।
পাশাপাশি পর্যটক সহ স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল দিঘা, দার্জিলিং সহ রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রের মতো মুকুটমনিপুরে সেলফি জোনের। অবশেষে পর্যটকদের দাবি মেনে প্রশাসনের উদ্যোগে মুকুটমণিপুরে তৈরি হচ্ছে সেলফি জোন। এবার পর্যটনে যাদের ডেস্টিনেশন মুকুটমণিপুর, তাদের কাছে অবশ্যই বাড়তি পাওনা হবে এই জোন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেলফি জোন তৈরির কাজ করছেন খাঁতড়ার শিল্পী চন্দন রায় ও মোনালিসা আর্ট। এই সেলফি জোন তৈরির খবরে খুশি পর্যটক সহ স্থানীয়েরা।
Social