টুডে নিউজ সার্ভিসঃ মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে বিজেপি কর্মী ও পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল সাঁতরাগাছি। এদিন মিছিল এগোতেই পুলিশের তৈরি লোহার ব্যারিকেড ভাঙতে না পেরে টপকানোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা। তা বাধা দিলে পুলিশ কর্মীদের লক্ষ্য করে ছোঁড়া হয় ইঁট, পাথর, লাঠি, বোতল ছোঁড়া হয় বলে অভিযোগ। এমনকি ভাঙচুর করা হয় পুলিশের কিয়স্ক। বাঁশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই পাল্টা জল কামান ও টিয়ার গ্যাসের সেল ছোঁড়ে পুলিশ। এদিনের মিছিলে বিজেপির কয়েক হাজার কর্মী এই নবান্ন অভিযানে।
Social