দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার সতীঘাট থেকে প্রায় ২ কিলোমিটার দূরে গন্ধেশ্বরী নদী বাঁক নিয়েছে রাজারবাগান এলাকায়। বাঁকের মুখে ক্রমশ ভাঙছে গন্ধেশ্বরী নদীর দক্ষিণ পাড়ের অংশ। সম্প্রতি স্থানীয় কয়েকজন যুবক ওই এলাকায় ঘুরতে গিয়ে একটি সুড়ঙ্গের মুখ আবিষ্কার করেন। কৌতূহলবশত কাছে গিয়ে ওই সুড়ঙ্গের রহস্য ভেদ করতে উৎসুক হয়ে পড়ে যুবকের দল। টানা পাঁচদিন ধরে প্রায় ২০ ফুট গর্ত খুঁড়ে ফেলে সুড়ঙ্গের ভেতর। কিন্তু এখনও পর্যন্ত তার শেষ খুঁজে পাওয়া যায়নি। সুড়ঙ্গের দেওয়াল ব্রিটিশ আমলের চুন সুড়কি দিয়ে তৈরি। স্বাভাবিকভাবেই এই সুড়ঙ্গের রহস্য উদঘাটন করলে অতীতের কিছু নিদর্শন পাওয়া যেতে পারে বলে মনে করছেন অনেকেই।
ওই যুবকরা জানান, কয়েকদিন আগে এখানে ঘুরতে এসে সুড়ঙ্গটি নজরে আসে। এরপর সকলে মিলে এর খননকার্য শুরু করি। খবর পেয়ে পুলিশ এসে এই খননকার্য বন্ধ করে দিয়েছে এবং আর যাতে খোঁড়াখুঁড়ি না করা হয় তার নির্দেশ দিয়ে গেছে। তবে আমরা চাই এই সুড়ঙ্গের রহস্য উন্মোচন হোক। কারণ শোনা যায় অতীতে নাকি এই জায়গাটি ডাকাতদের মুক্তাঞ্চল ছিল। তাছাড়া ব্রিটিশ আমলে বিপ্লবীরাও হয়তো এই সুড়ঙ্গটি আত্মগোপনের জন্য ব্যবহার করতেন। এই সুরঙ্গ নিয়ে মানুষের মধ্যে রহস্য দানা বেঁধেছে ইতিমধ্যে।